আজকে আমরা লারাভেল প্রজেক্ট কিভাবে সিপেনেলে আপলোড করে লাইভ করা যায় দেখব ।
৯। তারপর হোম ডিরেক্টরির লারাভেল ফোল্ডারে যাই । আর bootstrap folder এ paths.php file যোগ করি যদি না থাকে । paths.php
১০। paths.php file এ 'public' => __DIR__.'/../public_html', এর মত করে পরিবর্তন করি।
১১। .env file টা নিম্নোক্ত ভাবে পরিবর্তন করি ।
১।আমাদের লারাভেল প্রজেক্টের স্ট্রাকচার দেখতে এই রকম হবে ।
২।আমাদেরকে পাবলিক ফোল্ডার বাদে সকল ফোল্ডার ও ফাইল সিলেক্ট করে একটি জিপ ফাইল হিসেবে সংরক্ষণ করতে হবে , যার নাম দিব লারাভেল।
৩।পাবলিক ফোল্ডারের সকল ফাইল সিলেক্ট করে , জিপ করে পাবলিক নামে সংরক্ষণ করতে হবে।
৪।এবার আমাদের ডেস্কটপে কাজ শেষ।
৫।তারপর আমরা সিপেনেলে গিয়ে লগইন করব আর ফাইল মেনেজারের অপশনে ঢুকব।
৬। চিত্রে প্রদর্শিত লারাভেল ফোল্ডারটি আমাদের তৈরী করতে হবে। তারপর আপলোড বাটন সিলেক্ট করে লারাভেল নামের জিপ ফোল্ডারটি আপলোড করতে হবে। আর এক্সট্রাক্ট করতে হবে।
৭। এইবার হোম ডিরেক্টরিতে গিয়ে পাব্লিক_এইচটিএমএল ফোল্ডারে ঢুকি আর পাবলিক নামের জিপ ফোল্ডারটি আপলোড করে এক্সট্রাক্ট করি।
৮। public_html ফোল্ডারের index.php file এর কন্টেন্টে নিম্নক্তো জায়গায় /laravel জোগ করি।
require __DIR__.'/../laravel/bootstrap/autoload.php';$app = require_once __DIR__.'/../laravel/bootstrap/app.php';
১০। paths.php file এ 'public' => __DIR__.'/../public_html', এর মত করে পরিবর্তন করি।
১১। .env file টা নিম্নোক্ত ভাবে পরিবর্তন করি ।
১২। আজ আমরা শিখলাম কিভাবে সিপেনেলে(cpanel) লারাভেল(laravel) প্রোজেক্ট লাইভ করতে হয় । এখন আপনি আপনার সাইটে ঢুকলে আপনার প্রজেক্ট দেখতে পাবেন ।APP_ENV=localAPP_DEBUG=trueAPP_KEY=OdDLG9QwWa6CIhygQqxkXHmRZTD57yiUAPP_URL=www.something.comDB_HOST=127.0.0.1DB_PORT=3306DB_DATABASE=obtsDB_USERNAME=obtsDB_PASSWORD=somethingCACHE_DRIVER=fileSESSION_DRIVER=fileQUEUE_DRIVER=syncREDIS_HOST=127.0.0.1REDIS_PASSWORD=nullREDIS_PORT=6379MAIL_DRIVER=smtpMAIL_HOST=mailtrap.ioMAIL_PORT=2525MAIL_USERNAME=nullMAIL_PASSWORD=nullMAIL_ENCRYPTION=null
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন